"এসো, এসো, এসো হে বৈশাখ
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক
ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক"
নতুন দিন'পঞ্জিকা শুরু ।
ষড় ঋতুর চাকায় আরও এক বছরের আবর্তন শেষে পুনরায় বৈশাখের আগমন । সমাগত নববর্ষ , সমাগত ২৫ শে বৈশাখ । এ মাস তাই উৎসবের মাস । এ মাস তাই নবীন বরণের মাস । বৈশাখের প্রথম প্রত্যূষে আকাশ প্রাঙ্গনের সমস্ত কালিমা , সমস্ত 'কু' এর বিনাশ । নবীন আলোর প্রথম সুরে , আবির্ভাব 'সু'এর ।
"নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত"
উৎসবের এই আলোকোজ্জ্বল ঝর্ণাধারায় স্নান করেই রোদ্দুর' পা রাখলো এক বছরে । এই একটি বছর নানা গুণী মানুষের কলমে ঋদ্ধ হয়েছে রোদ্দুর 'এর প্ল্যাটফর্ম , প্রাণিত হয়েছে মুঠো ভরা রোদ্দুর' । প্রত্যেক কে আন্তরিক ধন্যবাদ
সেল'ফোনে বাজতে থাকুক অবিরত সুর তরঙ্গ
অবিরল কথামালায় ভার্চুয়াল ইন্টারাকশন
সময়ে অসময়ে রঙ্গিন কাগজ কেটে সাজগোজ
,নক্সাকাটা কংক্রিটের রাজপথে ,ইটের দেয়ালে কিম্বা
পাথুরে মেঝেয় আকা হরেক আল্পনা ।
গাছঘেরা একচিলতে নাগরিক ছায়াস্থানে
গ্রামের আদলে বসা মেলার রেপ্লিকা
তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে,
বৎসরের আবর্জনা দূর হয়ে যাক
যাক পুরাতন স্মৃতি, যাক
ভুলে যাওয়া গীতি,
অশ্রুবাষ্প সুদূরে মিলাক"
নতুন দিন'পঞ্জিকা শুরু ।
ষড় ঋতুর চাকায় আরও এক বছরের আবর্তন শেষে পুনরায় বৈশাখের আগমন । সমাগত নববর্ষ , সমাগত ২৫ শে বৈশাখ । এ মাস তাই উৎসবের মাস । এ মাস তাই নবীন বরণের মাস । বৈশাখের প্রথম প্রত্যূষে আকাশ প্রাঙ্গনের সমস্ত কালিমা , সমস্ত 'কু' এর বিনাশ । নবীন আলোর প্রথম সুরে , আবির্ভাব 'সু'এর ।
"নিশি অবসানপ্রায়, ওই পুরাতন
বর্ষ হয় গত!
আমি আজি ধূলিতলে এ জীর্ণ জীবন
করিলাম নত।
বন্ধু হও, শত্রু হও, যেখানে যে কেহ রও,
ক্ষমা করো আজিকার মতো
পুরাতন বরষের সাথে
পুরাতন অপরাধ যত"
উৎসবের এই আলোকোজ্জ্বল ঝর্ণাধারায় স্নান করেই রোদ্দুর' পা রাখলো এক বছরে । এই একটি বছর নানা গুণী মানুষের কলমে ঋদ্ধ হয়েছে রোদ্দুর 'এর প্ল্যাটফর্ম , প্রাণিত হয়েছে মুঠো ভরা রোদ্দুর' । প্রত্যেক কে আন্তরিক ধন্যবাদ
সেল'ফোনে বাজতে থাকুক অবিরত সুর তরঙ্গ
অবিরল কথামালায় ভার্চুয়াল ইন্টারাকশন
সময়ে অসময়ে রঙ্গিন কাগজ কেটে সাজগোজ
,নক্সাকাটা কংক্রিটের রাজপথে ,ইটের দেয়ালে কিম্বা
পাথুরে মেঝেয় আকা হরেক আল্পনা ।
গাছঘেরা একচিলতে নাগরিক ছায়াস্থানে
গ্রামের আদলে বসা মেলার রেপ্লিকা
সকলের জন্য রইল নববর্ষের আন্তরিক শুভকামনা । সাথে থাকুন । পাশে থাকুন ।
শুভেচ্ছান্তে ,
পিয়ালী বসু