শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

অতন্দ্রকথা ~ শীর্ষা মণ্ডল

অতন্দ্রিলা 
ঘুমোওনি জানি
পাশেই থাকো ঘুমোনোর ভান করে
নিশ্চুপ।
মড়াকাঠ সেজে
আসলে আমারই অনুভব পেতে চেয়েছো
সমস্ত শরীরটুকু নিংড়ে নিয়ে
জানি আমি

অতন্দ্রিলা রাতপরী আমার
ঘুমোওনি জানি
যেখানে বল্গাহীন জীবন যাযাবর হতে চায় -
পাশে এসে দাঁড়াও তুমি
পাথেয় হবার ভান করে
ছুঁয়ে দাও পরিযায়ী আঙুলগুলোকে।
নিমেষে জাপটে ধরে যাপনের ছবি আঁকি
সুখভেজা পৃথিবী বানাতে চাও আমায় তাইনা?
জানি আমি

আঙুলে আঙুল মাখি
শরীরে শরীর!
আবেগে কোমর জড়িয়ে গায়ে ঘেঁষে আসো
ভেজা সুখেদের দেশে
আরামের ঘামে মুখ তুলি হঠাৎ
গবাক্ষ বেয়ে পাখির ডানায় তোমার
কাছে এসেছি দেখো
অতন্দ্রিলা ঘুমোওনি জানি
কাছে এসো,
তারাসাজ ছেড়ে কাছে এসো তুমি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...