অদ্রিজ, জানো,
নিশুতি জ্যোৎস্নার ক্যালিগ্র্যাফি
এখানেও পথের উপর দাগ রেখে যায়।
তাই চুপি চুপি বলি শোনো,
কতদিন দেখিনি উদ্ধত মনোলোভা,
তোমার সেই অমূল কিনার।
কতদিন শুনিনি ডাক দেওয়া
নিজেরই অন্তরে।
...হতশ্বাস এরও পরে...
নিশ্বাসের জন্মক্ষণ জড়ানো মিনার
কী আশ্চর্যভাবে তারা সহবাসী
লক্ষভ্রষ্ট হয়ে খুব কাছাকাছি।
অগোছালো হৃদয়ে তবু যে ভাসি আমি...
অদ্রিজ,
চাপা সুরে ডাকি।
দেখি অমাবস্যার হরিণী মায়া
পড়ে আছে বুক জুড়ে। তাই বলি,
'ফিরে এসো, অদ্রিজ। কোনো ভয় নেই।
শুধু একবার... একবার শুধু'
নিশুতি জ্যোৎস্নার ক্যালিগ্র্যাফি
এখানেও পথের উপর দাগ রেখে যায়।
তাই চুপি চুপি বলি শোনো,
কতদিন দেখিনি উদ্ধত মনোলোভা,
তোমার সেই অমূল কিনার।
কতদিন শুনিনি ডাক দেওয়া
নিজেরই অন্তরে।
...হতশ্বাস এরও পরে...
নিশ্বাসের জন্মক্ষণ জড়ানো মিনার
কী আশ্চর্যভাবে তারা সহবাসী
লক্ষভ্রষ্ট হয়ে খুব কাছাকাছি।
অগোছালো হৃদয়ে তবু যে ভাসি আমি...
অদ্রিজ,
চাপা সুরে ডাকি।
দেখি অমাবস্যার হরিণী মায়া
পড়ে আছে বুক জুড়ে। তাই বলি,
'ফিরে এসো, অদ্রিজ। কোনো ভয় নেই।
শুধু একবার... একবার শুধু'
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন