ঐন্দ্রিলা,
তুই-ই কি ফিরে এলি তবে!?
গাঢ় চাদরে মুখ ঢেকে,
জ্যোৎস্নাভেজা চুলে,
ছায়াঘেরা পোড়ো কার্নিশে,
ও কি তুই?
*
নিকোটিনে পুড়ে ছাই হয়ে গেছি রে,
মধ্যরাত্রে একদৃষ্টে শুধু তারাদের সাথে রঁদেভু।
শুভ্র বিছানা নিপাট পড়ে থাকে,
ঐন্দ্রিলা,
পাঞ্জাবীরর আদরে তুই নেই বলে,
প্যারাফিন জমে পাঁজরে।
*
ঐন্দ্রিলা,
মশারির আলোছায়া জাফরিতে,
তোকে ফিরে পাই।
আমার একরত্তি ঘরে তখন ঐন্দ্রিলা,
লক্ষকোটি নক্ষত্র...ছায়াপথে খেলা করে।
তুই-ই কি ফিরে এলি তবে!?
গাঢ় চাদরে মুখ ঢেকে,
জ্যোৎস্নাভেজা চুলে,
ছায়াঘেরা পোড়ো কার্নিশে,
ও কি তুই?
*
নিকোটিনে পুড়ে ছাই হয়ে গেছি রে,
মধ্যরাত্রে একদৃষ্টে শুধু তারাদের সাথে রঁদেভু।
শুভ্র বিছানা নিপাট পড়ে থাকে,
ঐন্দ্রিলা,
পাঞ্জাবীরর আদরে তুই নেই বলে,
প্যারাফিন জমে পাঁজরে।
*
ঐন্দ্রিলা,
মশারির আলোছায়া জাফরিতে,
তোকে ফিরে পাই।
আমার একরত্তি ঘরে তখন ঐন্দ্রিলা,
লক্ষকোটি নক্ষত্র...ছায়াপথে খেলা করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন