উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব্যস্ত । বাতাসে এখন হাল্কা হিমেল স্পর্শ , সাথে মনটাও খানিক উড়ুউড়ু ... কার্তিকের মিঠে রোদ গায়ে মেখে ।
মন এখন দ্বিধাহীন
আঙ্গুলের চাপে ফেলে আসা দুপুর ভাঙা আলো
এখন কমলা সূর্যাস্তের সাথে মিঠে আলাপে মগ্ন
এরই মধ্যে পায়ে পায়ে রোদ্দুর পেরিয়ে এলো গোটা দুটি বছর । ২৬ শে মার্চ ২০১৫ য় হাতে গোনা কয়েকজনকে নিয়ে যে ব্যতিক্রমী গ্রুপের জন্ম হয়েছিল , আজ তার বয়স দু বছর আট মাস । রোদ্দুরের পথচলায় যারা সঙ্গে ছিলেন , আছেন এবং থাকবেন , সকল কে আন্তরিক কৃতজ্ঞতা জানাই । আগামী বছর রোদ্দুর পা রাখছে আরও বৃহত্তর প্ল্যাটফর্মে , ডানা মেলছে সাহিত্যের নতুন দিশায় । আশা রাখছি রোদ্দুরের এই নব কর্মক্ষেত্রে একই ভাবে পাশে পাবো আপনাদের ।
ভাল থাকুন সকলে । লেখায় থাকুন ।
শুভেচ্ছান্তে
পিয়ালী বসু
পিয়ালী বসু
ধন্যবাদ রোদ্দুর। দারুণ সম্পাদনা।
উত্তরমুছুনALL MY BEST WISHES AND BLESSINGS TO BELOVED PIYALI BASU FOR HER TIRELESS EFFORT
উত্তরমুছুনরোদ্দুর আরও ঝলমল করুক এই কামনা করি। নিখুঁত সম্পাদনা।
উত্তরমুছুন