বসন্তই আমাকে শিখিয়েছে
ঝরে যাওয়া মানেইতো পরাজয় নয়
শুকনো পাতাই আমাকে বলেছে
বসন্তের পরেও বসন্ত আসে
মৃত্যুর পরেও জীবন থাকে
প্রজ্জ্বলিত শিখা নির্বাপিত হলেও
আগুন থাকে প্রদীপের হৃদয় জুড়ে
ঝরে যাওয়া মানেইতো পরাজয় নয়
শুকনো পাতাই আমাকে বলেছে
বসন্তের পরেও বসন্ত আসে
মৃত্যুর পরেও জীবন থাকে
প্রজ্জ্বলিত শিখা নির্বাপিত হলেও
আগুন থাকে প্রদীপের হৃদয় জুড়ে
যে ঝিঁঝিঁর ডাকে মনে হয়
চৈত্রের দুপুর বিরহ ব্যথায় ভরপুর
হৃদয়ের অলিগলি ধুধু বালুচর
ঐ নীলাকাশ দেখে যদি মনে হয়
দখিণা বাতাস বয়ে আনবে না মেঘমল্লার
তাহলে এ হৃদয় কেন প্রেয়সীর কথা ভেবে
খাঁখাঁ চৈত্রের দুপুরেও বারবার নেচে উঠে
মনের চোরাগলিতে কেন কালবৈশাখীর ঝড় বয়ে চলে?
চৈত্রের দুপুর বিরহ ব্যথায় ভরপুর
হৃদয়ের অলিগলি ধুধু বালুচর
ঐ নীলাকাশ দেখে যদি মনে হয়
দখিণা বাতাস বয়ে আনবে না মেঘমল্লার
তাহলে এ হৃদয় কেন প্রেয়সীর কথা ভেবে
খাঁখাঁ চৈত্রের দুপুরেও বারবার নেচে উঠে
মনের চোরাগলিতে কেন কালবৈশাখীর ঝড় বয়ে চলে?
বসন্তই আমাকে শিখিয়েছে
মর্মর শব্দেও প্রাণের সঞ্চার হয়
যদি মাটির সিক্ততায় সে প্রেমাপ্লুত হয়,
তুমিও তো অমর অক্ষয়
প্রেম ভালোবাসা বৃক্ষই যদি তোমার হয়
মর্মর শব্দেও প্রাণের সঞ্চার হয়
যদি মাটির সিক্ততায় সে প্রেমাপ্লুত হয়,
তুমিও তো অমর অক্ষয়
প্রেম ভালোবাসা বৃক্ষই যদি তোমার হয়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন