হাতিবাগানের ক্রসিং...যারা জানে তারা এটাও জানে এখানে রাস্তা পার করার জন্য দাঁড়ালে রাস্তা পেরোনো যায় না...কোনভাবে হাত তুলে, সবাইকে থামিয়ে পেরিয়ে যেতে হয়...অটো র হর্ন, রিকশার আওয়াজ, বাসের ধাক্কা মেরে দেওয়ার ভয়, সব কিছু কে একেবারে অগ্রাহ্য করে, একভাবে সামনের দিকে তাকিয়ে পেরিয়ে যেতে হয়...কোন অটো গায়ের কাছাকাছি এসে গেল, কোন ট্যাক্সি ড্রাইভার মুখ বের করে দুটো কথা বলল, কিচ্ছু কানে নেওয়া যায় না...শুধু পেরিয়ে যেতে হয়...কিন্তু যদি হঠাৎ করে চারপাশ থামিয়ে দেওয়া হয়,সেই সিনেমার মত,যেখানে হিরো একটু থেমে স্লো মোশন এ পাশে তাকায়, ঠিক সেভাবে যদি একটু পেছন ফিরে বা পাশে তাকিয়ে দেখা যায়, তাহলে দেখা যাবে, আমরা শুধু রাস্তা পার করছি না, অনেক মানুষ এবং তাদের জীবন ও পার করে চলেছি...পাশ দিয়ে যাওয়া অ্যাম্বুলেন্সে হয়তো কেউ শেষবার নিঃশ্বাস নিচ্ছে, তাকে পেরিয়ে যাচ্ছি... অটো তে মুখ ভার করে বসে থাকা ছেলেটা প্রথম চাকরির পরীক্ষা দিতে যাচ্ছে, তাকে পেরিয়ে যাচ্ছি...ট্যাক্সিতে বসে থাকা লোকটা একদম ই ভাল নেই, তাকে পেরিয়ে যাচ্ছি... ক্রসিং এ দাড়ানো পুলিশ টা চিন্তিত বাড়িতে অসুস্থ বাবাকে নিয়ে, তাকে পেরিয়ে যাচ্ছি...প্রথমবার বাড়িতে টাকা দিতে পেরে খুশি মেয়েটা বাসের জানলা দিয়ে বাইরে তাকিয়ে, তাকে পেরিয়ে যাচ্ছি...ছেলের অপারেশান সাকসেসফুল-এই খবর শুনে চোখ মুছে ব্যাগে মোবাইল ঢোকানো মা কে পেরিয়ে যাচ্ছি,দূর থেকে আসা সম্ভাব্য কাস্টমার এর দিকে তাকানো উল্টোদিকের ফুটপাথ এ বসা হকার এর দোকান পেরিয়ে যাচ্ছি...একটা গোটা মুহূর্ত কে কি অনায়াসে আমরা পিছনে ফেলে এগিয়ে যাচ্ছি...
'
'
হয়তো সবকটা ক্রসিংই এরকম হয়...হয়তো সবকটা ক্রসিং এ ঠিক এভাবেই অনেকগুলো গল্প পরস্পর কে ক্রস করে এগিয়ে যায়, নিজের নিজের শেষের দিকে... যে গল্প গুলো হয়তো আর কখনো পরস্পর কে অতিক্রম করবে না, বা হয়তো আবার তাদের দেখা হয়ে যাবে অন্য কোনও ক্রসিং এ...
'
'
হয়তো সবকটা ক্রসিংই এরকম হয়...হয়তো সবকটা ক্রসিং এ ঠিক এভাবেই অনেকগুলো গল্প পরস্পর কে ক্রস করে এগিয়ে যায়, নিজের নিজের শেষের দিকে... যে গল্প গুলো হয়তো আর কখনো পরস্পর কে অতিক্রম করবে না, বা হয়তো আবার তাদের দেখা হয়ে যাবে অন্য কোনও ক্রসিং এ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন