অামার প্রিয় কবীর সুমন
অামার প্রিয় নচি
মাথায় অামার প্রচুর খিদে
পেটে সয় না লুচি
.
দেশের কথা ভাবতে পারলেও
সময় অামার কই
দিনের অালোয় খেটে কাটাই
রাতে ফেন-টাই দই
.
ঝোলা ভরা ডিগ্রি অাছে
মনে অাছে রুচি
পাত্তা পাইনা কারো কাছেই
সংসার তরে বাঁচি
.
মোদি-দিদি সবাই সমান
অামার কি যায় অাসে
খাটতে হবে এটাই জানি
পয়সা তাতেই অাসে
.
ভ্যান গখ বা পিকাসোরা
ভাবতে যদিও শেখায়
লাভ কি তাতে
পেটের খিদেয় সব উঠে যায় শিকায়
অামার প্রিয় নচি
মাথায় অামার প্রচুর খিদে
পেটে সয় না লুচি
.
দেশের কথা ভাবতে পারলেও
সময় অামার কই
দিনের অালোয় খেটে কাটাই
রাতে ফেন-টাই দই
.
ঝোলা ভরা ডিগ্রি অাছে
মনে অাছে রুচি
পাত্তা পাইনা কারো কাছেই
সংসার তরে বাঁচি
.
মোদি-দিদি সবাই সমান
অামার কি যায় অাসে
খাটতে হবে এটাই জানি
পয়সা তাতেই অাসে
.
ভ্যান গখ বা পিকাসোরা
ভাবতে যদিও শেখায়
লাভ কি তাতে
পেটের খিদেয় সব উঠে যায় শিকায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন