থাকার ব্যবস্থা নদীর ধারেই
ঘর থেকেই দেখা যায় অন্য দিকের পার
তবু সংলগ্ন ব্যালকনি—সেখানে মোড়া ও টিপয়
বৃষ্টি এলে সব কিছু ঝাপসা লাগে, মোবাইলে
ধরা থাকে সে মুহূর্তও, ন্যায্যত কোন কারণ ছাড়াই।
সেই বৃষ্টিবন্দী অলস সময়ে
দু’একটা এস এম এস বা ওয়াটসে্এ্যাপ--
সরল পাটীগণিত ও কদমবিলাস—
দু’একটা হুইস্কি বা জিনের ঘোর লেগে গেলে
বার্তা যায়, ‘মিসিং ইউ, ডু কাম সার্প’---
প্রাপকের মুখে ফুটিয়ে তোলে বিপন্ন হাসি
:
এ সবই কিন্তু
যদি বৃষ্টি আসে...
ঘর থেকেই দেখা যায় অন্য দিকের পার
তবু সংলগ্ন ব্যালকনি—সেখানে মোড়া ও টিপয়
বৃষ্টি এলে সব কিছু ঝাপসা লাগে, মোবাইলে
ধরা থাকে সে মুহূর্তও, ন্যায্যত কোন কারণ ছাড়াই।
সেই বৃষ্টিবন্দী অলস সময়ে
দু’একটা এস এম এস বা ওয়াটসে্এ্যাপ--
সরল পাটীগণিত ও কদমবিলাস—
দু’একটা হুইস্কি বা জিনের ঘোর লেগে গেলে
বার্তা যায়, ‘মিসিং ইউ, ডু কাম সার্প’---
প্রাপকের মুখে ফুটিয়ে তোলে বিপন্ন হাসি
:
এ সবই কিন্তু
যদি বৃষ্টি আসে...
ঝকঝকে, আধুনিক।
উত্তরমুছুন