শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

সম্পর্কের সূতো ইচ্ছেনাটাই আবৃত ~ লুতফুল হোসেন

চাঁদ সখ্য মগ্নতায়
মেঘের নীল চাদর গায়,
রূপালী রঙ আলোয় ভিজি,
দেহে বৃষ্টির আতসবাজি

আঙুল ছোঁবার ইচ্ছেগুলি
মাথার ভিতর অলি-গলি

সময় হায় হাঁটছে পায়ে পায়,
স্পর্শহীন দূরত্ব প্রভায়

মনের সকল তরল গরল
জমা কথার অর্ঘ্যসাঁজি,
যেনোবা আজ গাঁথছি বসে
আমি আর তারকারাজি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...