শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

ষ্টীল লাইভ ~ শৌণক বক্সী

হাইওয়ে জুড়ে শোনা যায় শুধু যানের বিদীর্ণতা
দুপাশে চোখ জুড়ে ফিকে সবুজের মলিনতা
বেদনা অসুখে ভুগছে মানুষ কতকাল 

ন্যাংটো শিশু নাইছে পুকুরে বারোমাস
এমন শহর চোখে পড়েনি বহুকাল
থমকে যায়নি আকাশ
ইট কাঠ লোহার সাজানো উদ্যান
বদলে গিয়েছে বায়ুর গতিবেগ 

বাঁকল খসিয়ে দড়িয়ে আছে ঘুণ ধরা গাছ
কিশোরীর গাল বেয়ে কান্নার ছাপ
হৃদয় জেনেছে বুক ফাঁকা শূন্যতার হাহাকার।
এসব ছবিতে বড় মায়া লেগে থাকে 

এমন সময় ঝড় আসবে বলে
বাতাসে বইছে শীতল বাতাস

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...