বৃহস্পতিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৭

সম্পাদিকার ডেস্ক থেকে

সেপ্টেম্বরের রাত চাদরে এখন পুজোর কাশফুল গন্ধ 
হৃদয়ের  গহীন তম গভীরতা সাঁতরে উঠে আসা মৃৎ-কোলাজ আসন্ন শারদ ছবিতে স্পষ্টই স্পষ্টমান 
বিরহবহমান এই জীবনের একমাত্র আশ্বাস ... এই আনন্দী-কল্যাণ 

স্মৃতিমেদুরতা'কে শৃঙ্খলা রক্ষার ভার দেওয়া যায়না ঠিকই , তবুও মনের গহন তারে মাঝে মাঝেই অনুরণিত হয় চিরাচরিত সেই সুপ্ত খেদটি ... " যদি পারতাম ..." । 

ফেলে আসা সময়ে ফিরে যাওয়া যায়না , বরং অভ্যস্ত হতে হয় বদলাতে থাকা পারিপার্শ্বিকের সাথে । সমতাহীন সমাজে বসবাস করাটা বেশ ক্লান্তিকর , বিশেষত এই সময়টা , যখন বৃহত্তর আনন্দ উৎসবের সামিল হওয়ার দাবী হিসেবে ধর্ম ' এসে পড়ে মাঝে । মনের নিভৃত অলিন্দ জুড়ে দ্যোতিত হতে থাকে ... " সব উৎসবই হোক ধর্মের বন্ধনমুক্ত " । 

 শোষণ - বঞ্চনাহীন সমাজের স্বপ্ন দেখাটা বেশ অলীক , তবুও ... এই হুজুগে বাঙালীর বারো মাসে তেরো পার্বণ । ভিন্ন এবং আপাত বিপ্রতীপ সম্পর্কগুলিকে একসূত্রে বাঁধার সেই বৃহত্তর উৎসব ... দুর্গাপুজো । 

'মুঠো ভরা রোদ্দুর ' র শারদ সংখ্যা সেজে উঠেছে ভিন্ন স্বাদের একাধিক লেখা নিয়ে । পুজোর দিনগুলিতে অবসর যাপনের মাঝে, একবার চোখ বুলিয়ে নিতে পারেন নব্য কবি - লেখকদের এই নবতর প্রয়াসগুলিতে , ... নিরাশ হবেন না কোনভাবেই একথা বলতে পারি ।  

সকলকে শরত-হেমন্তের হার্দিক শুভেচ্ছা।   পুজো ভাল কাটুক ।  

শুভেচ্ছান্তে 
পিয়ালী বসু 







২টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...