আমার ঠিকানার ডাকনাম বাড়ি '
যাকে ঘর ' বলে ভুল করতাম আজ থেকে বছর দশেক আগে
,
আজ অবশ্য হাবড়া ভ্যানস্ট্যান্ডও জানে
আমার ঘর ' নেই ...
একটানা রক্তের ছিটে লাগা পালক দিয়ে ঢেকে থাকা রাস্তার শেষে যদি একটা বাড়ি থাকে তাকে কি ঘর ' বলা যায় ?
,
আজকাল দিনে আট ঘণ্টা খাটার পর যখন ফিরি
ঝাঁপ খুল্লেই ছ’ফুট বাই ছ’ফুটের একটা জানলা চোখে পড়ে শুধু
,
অপরিমিত রবিবার, মাঘমাস, জ্যামভর্তি বছর কিছুই ফেরে না
তাই নিজের আদলে নির্জনতা খুঁজে নিই এখন
,
প্রত্যেক দাবির পিছনে যেমন গোঁয়ারতুমি থাকে
তেমনই জীবন আর মৃত্যুর মাঝখানে ...
লেবেল ক্রসিংটাই পারস্পরিক ফারাক বুঝে নিয়ে কাটিয়ে দিই সময়
,
সম্পর্কের তলানি হয়ে স্নায়ুতে , মজ্জায় ভালবাসা ' থেকে যায়
অসহ্য অবসর হয়ে
যাকে ঘর ' বলে ভুল করতাম আজ থেকে বছর দশেক আগে
,
আজ অবশ্য হাবড়া ভ্যানস্ট্যান্ডও জানে
আমার ঘর ' নেই ...
একটানা রক্তের ছিটে লাগা পালক দিয়ে ঢেকে থাকা রাস্তার শেষে যদি একটা বাড়ি থাকে তাকে কি ঘর ' বলা যায় ?
,
আজকাল দিনে আট ঘণ্টা খাটার পর যখন ফিরি
ঝাঁপ খুল্লেই ছ’ফুট বাই ছ’ফুটের একটা জানলা চোখে পড়ে শুধু
,
অপরিমিত রবিবার, মাঘমাস, জ্যামভর্তি বছর কিছুই ফেরে না
তাই নিজের আদলে নির্জনতা খুঁজে নিই এখন
,
প্রত্যেক দাবির পিছনে যেমন গোঁয়ারতুমি থাকে
তেমনই জীবন আর মৃত্যুর মাঝখানে ...
লেবেল ক্রসিংটাই পারস্পরিক ফারাক বুঝে নিয়ে কাটিয়ে দিই সময়
,
সম্পর্কের তলানি হয়ে স্নায়ুতে , মজ্জায় ভালবাসা ' থেকে যায়
অসহ্য অবসর হয়ে
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন