শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

পাহাড়'কথা ~ ছোটন দে

ইচ্ছে করেই কোনওদিন বলিনি তোমায়

তুমি ঘুমিয়ে গেলে
প্রতিটি রাত তোমার বুকে বুক পেতে 
একটা গভীর পাহাড়,
এক মুঠো ভেজা মাটির কথা শুনি

আমার এই পাহাড় ভালো লাগে
এই ভেজা মাটি ভালো লাগে

এদের যদি বলো, ভালোবাসি
এরা চুপ থাকে,
শুধু বুক খুলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি এগিয়ে দেয়

ভাবি, আমরা সবাই যদি 
একে অপরের বুকে মাথা রেখে
ভালোবাসি না বলে
শুধু এই পাহাড় 
আর মাটির চুপকথার অনুরণনটুকু 
স্বার্থপরের মতো নিঙড়ে নিতে পারতাম!

আমি জানি
এই যে ভাবছি, ছাইপাশ

ঠিক এই মহুর্তে
আমার এই শহরেরই একটি ছেলে
ভালোবাসি বলে
একটি মেয়ের খোলা বুকের ছবি
চাইল হোয়াটসএপে,
সে ছবি বন্ধুরাও পেল

তারপর আর কি থাকে বলো

সেই সকালবেলার পত্রিকা!

এই মুহূর্তে ধর্মনগরের
কোনও এক গ্রামে
কাতার ফেরত তারেক মিঞা
বউয়ের অবর্তমানে
মাধ্যমিক পরীক্ষার্থী একমাত্র মেয়েটিকে
সারা রাতভর বারবার ধর্ষন করছে

তারপর আর কি থাকে বলো!

সেই ভয়,
সেই চুপ থাকা।

এই যে আমি পাহাড়ের কথা বলছি
তুমি-ই বা কদ্দুর শুনছ!

এই মুহূর্তে সাব্রুম লুধূয়ায়
বসন্ত রিয়াং, অজয় ত্রিপুরা, প্রদীপ সাহা'রা মিলে
বিষ্ণুচরণ মুন্ডা'র তিন বছরের মেয়েটিকে 
তুলে নিয়ে গেছে চা বাগানে

তারপর কি আর থাকে বলো!

সেই ছড়ার পাড়ে, বেলগাছ তলায় 
ব্লেড বসানো আর একটি দেহ

ভোর হওয়ার আগে
আমি শুধু বলে যেতে চাই

আমরা সবাই একসঙ্গে কথা বলছি
আর কথা বলতে বলতে 
একটা গভীর খাদের মুখে এসে দাঁড়িয়েছি

ফিরতেই হবে আমাদের এখান থেকে

জানি যাবার পথে
সেই এসফাল্ট
সেই বিটুমিন
সেই পোড়াকাঠ

আমরা ফিরে যাবো
আমাদের প্রিয়জনের খোলা বুক ছুঁতে

আমরা ফিরে যাবো
আমাদের প্রিয়জনের পাশে চুপচাপ বসে থাকতে

আমরা ফিরে যাবো
প্রিয়জনের বুকে যে সুগভীর পাহাড়
ভেজা মাটির কথা জমা আছে

শুধু সেই চুপকথা শুনতে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...