শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

স্মৃতি অমলিন ~ রীনা রায়

তোমার সেদিন চলে যাওয়া 
শেষ বারের মত কিছু কথা, 
অতল দৃষ্টি-বিনিময় 
বেশ কিছুক্ষণ--

এমন ভাবে চলে গেলে,
বাকি জীবনকে দিয়ে গেলে
তোমার এক অনন্ত অনুরণন
ঘিরে রাখে মন। 

তুমি যাবে বলে কিছু কথা
সাজিয়ে এনেছিলে
সে যাওয়া এত সহজ ছিলো
কথাগুলোর শব্দ-পরতে বলে গেলে তুমি, আমি ছিলাম নীরব মৌন শ্রোতা

সেই থেকে আজীবন শ্রাবণ আমার
কি গ্রীষ্ণ, কি শরতে। 
আর একবার কোনক্ষণে 
দেখা যদি হয় তোমার আমার 
আমার প্রতীক্ষারও আছে 
কিছু জমা না বলা শব্দ-মালা 
শোনাব তোমায়--

তার অনুরণিত ঝঙ্কার
এখনো প্রতিধ্বণি তোলে, 
আমি নিশ্চিত এবার 
তোমার অনুরণনের পালা!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...