নৃত্যকলা যেন কবিতা
ভাবের সূক্ষ্মতা ঢেউ হয়ে
আন্দোলিত করে কায়া।
বসন্ত বিরাজিত নৃত্যে
ফোটে যূথীমালা।
মূঢ়তা সব দূষিতা ছলাকলা
মহদেবের চরণতলে
পিষ্ট হয়ে জাগে পবিত্রতা ।
ভাবের সূক্ষ্মতা ঢেউ হয়ে
আন্দোলিত করে কায়া।
বসন্ত বিরাজিত নৃত্যে
ফোটে যূথীমালা।
মূঢ়তা সব দূষিতা ছলাকলা
মহদেবের চরণতলে
পিষ্ট হয়ে জাগে পবিত্রতা ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন