শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

নৃত্যকলা ~ পিয়ালী পাল

নৃত্যকলা যেন কবিতা
ভাবের সূক্ষ্মতা ঢেউ হয়ে
আন্দোলিত করে কায়া। 
বসন্ত বিরাজিত নৃত্যে
ফোটে যূথীমালা। 

মূঢ়তা সব দূষিতা ছলাকলা 
মহদেবের চরণতলে
পিষ্ট হয়ে জাগে পবিত্রতা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...