শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

আনন্দধারা ~ রিক্তা চক্রবর্তী

অ্যাকাডেমি তে চিত্রকলার এক্সিবিশন
অচেনা সময় জুড়ে মানদন্ডের রেষারেষি
আক্রোশী খুনজখমে ইতিকথার মৃত্যু 

জীবন জুড়ে বৈরিতা
ঘৃণার লেভেলে এভাবেই ষোলকলা পূর্ণ 

" আনন্দধারা বহিছে ভুবনে 
দিনরজনী কত অমৃতরস উথলি
যায় অনন্ত গগনে ॥ 
পান করি রবে শশী অঞ্জলি ভরিয়া
- সদা দীপ্ত রহে অক্ষয় জ্যোতি " 


বসন্তের শহরতলি তে 
মারনাস্ত্রের পরাজয় , মুগ্ধতার জয়

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...