মন হারিয়ে হাতের ছুঁয়ায়
না যায় ছুয়া মন।
চেষ্টার বহর চালিয়ে প্রহর
নির্লিপ্ত প্রতি ক্ষণ।
.....
তুমি মোর হ্রদয় পাথারে
জ্বালায়ে মোমের বাতি।
অন্ধকারে নিশ্চুপ তুমি
আমি অপেক্ষমান সারারাতি।
....
তব স্পর্শে মোর হ্রদে হর্ষে
দ্বীপ্তিময় হবে সুখ।
হ্রদয় কম্পমান আশার পানে
নির্মোক তব পাষাণ বুক।
.....
জাগরিত স্বপ্নে কে গো অলকে
বাজালো দুখের বীণ।
রুদ্ধ দ্বারে বধিল তোমায়
না পারিক ছাড়াতে আমি হীন।
.....
রহিব পড়ে নির্মোক ঘেষে
অবেলায় তব স্পর্শ তরে।
বাঁচিবার সাধ নাহিক আর
তব তরে সুখ পাবো মরে।
না যায় ছুয়া মন।
চেষ্টার বহর চালিয়ে প্রহর
নির্লিপ্ত প্রতি ক্ষণ।
.....
তুমি মোর হ্রদয় পাথারে
জ্বালায়ে মোমের বাতি।
অন্ধকারে নিশ্চুপ তুমি
আমি অপেক্ষমান সারারাতি।
....
তব স্পর্শে মোর হ্রদে হর্ষে
দ্বীপ্তিময় হবে সুখ।
হ্রদয় কম্পমান আশার পানে
নির্মোক তব পাষাণ বুক।
.....
জাগরিত স্বপ্নে কে গো অলকে
বাজালো দুখের বীণ।
রুদ্ধ দ্বারে বধিল তোমায়
না পারিক ছাড়াতে আমি হীন।
.....
রহিব পড়ে নির্মোক ঘেষে
অবেলায় তব স্পর্শ তরে।
বাঁচিবার সাধ নাহিক আর
তব তরে সুখ পাবো মরে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন