শুক্রবার, ১ এপ্রিল, ২০১৬

দ্য সিনারিও ~ শীর্ষা মণ্ডল

(১)

পিছলে যায় সময় পাঁচ আঙুলের 

ডগা ছুঁয়ে। রক্তপাতের রঙ যেখানে
বাসি গোলাপী হতে আরম্ভ করে

(২)


মাসিক বেতনের মুখোমুখি
আমরা দুজন। পাক্কা কুড়িদিন পরে
মাটির ভাঁড়েই ফুরোনো বিধান!
অনিয়মিত কর্মী!

(৩)


আঙুল গলতে দেখেছো কখনো?
সিনারিওর ভিড়ে আমার আঙুল গলতে
শুরু করে কোন দাবদাহ ছাড়াই-
পুড়ন্ত হাড় মাংস শিরামোমে অবয়ব
আঁকা হয় জেলখানার। যার কয়েদি হতে গিয়েও
পিছলে এগিয়ে যেতে পেরেছো তুমি।
অবলীলায়।
সময়কে মাথার চুলছেঁড়া ক্ষ্যাপাটে বন্দী করে!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...