অন্ধকার রাজ্যে খুঁজেছি সেই সুভাষ,
নৈশব্দের রাণী ঘুমিয়ে আছ কি ?
বিষাদময় করেছো মোরে ,
অন্তঃসার শূণ্য আজি ৷
নিস্তব্ধ চক্ষু খোঁজে নতুন দিগন্ত
বন্দী করেছে মোরে ,
হৃদয়ের প্রাচীর দিয়ে
হেতায় নাহি আছে দক্ষিণ খোলা জানালা ,
মনের উষ্ণতায় শুকায় না অশ্রুজল
ঈশ্বর বাদে যারা বিশ্বাসী
একটি অনুরোধ তাদেরে আছে,
নিতে যদি পারে মোর পূর্ণ হদয়খানি,
তবে এক কলমে শেষ হবে
শেষ বেদনাটুকু ৷
যেটুকু থাকবে বাকি ,
তা দিয়ে লেখা হবে ,
জীবনের শেষ কবিতাটুকু
বিশ্বাসঘাতকের শাস্তি যেন হয়
অফুরন্ত ভালোবাসা
নৈশব্দের রাণী ঘুমিয়ে আছ কি ?
বিষাদময় করেছো মোরে ,
অন্তঃসার শূণ্য আজি ৷
নিস্তব্ধ চক্ষু খোঁজে নতুন দিগন্ত
বন্দী করেছে মোরে ,
হৃদয়ের প্রাচীর দিয়ে
হেতায় নাহি আছে দক্ষিণ খোলা জানালা ,
মনের উষ্ণতায় শুকায় না অশ্রুজল
ঈশ্বর বাদে যারা বিশ্বাসী
একটি অনুরোধ তাদেরে আছে,
নিতে যদি পারে মোর পূর্ণ হদয়খানি,
তবে এক কলমে শেষ হবে
শেষ বেদনাটুকু ৷
যেটুকু থাকবে বাকি ,
তা দিয়ে লেখা হবে ,
জীবনের শেষ কবিতাটুকু
বিশ্বাসঘাতকের শাস্তি যেন হয়
অফুরন্ত ভালোবাসা
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন