ভালোবাসা !!
সে এক অসুখ
সারাদিনের ঘামঝরা শরীরে
ক্লান্ত যে মেয়েটি ঘরে ফেরে---
পায় কি সে সেবা
পুরুষের মতো করে?
সেবা!
সে তো নারীরই অধিকার।
মা বলেছিলেন ত্রিশার বিয়ের আগে---
"মেয়েটা পরের ঘরে চলে যাবে,
একটু হাসি খেলা করুকই না।"
মা তো বুঝেইছিলেন পরের ঘরের যন্ত্রণা।
সমাজ তোকে শিখিয়েছে পুতুল খেলা, আর
পুতুল হয়ে খেলা।
পিটুইটারিকে ভোঁতা করার
কীটনাশক ছড়িয়েছে ---
জন্ম থেকে প্রতিক্ষণে
অাজও ছড়ায়।
সে এক অসুখ
সারাদিনের ঘামঝরা শরীরে
ক্লান্ত যে মেয়েটি ঘরে ফেরে---
পায় কি সে সেবা
পুরুষের মতো করে?
সেবা!
সে তো নারীরই অধিকার।
মা বলেছিলেন ত্রিশার বিয়ের আগে---
"মেয়েটা পরের ঘরে চলে যাবে,
একটু হাসি খেলা করুকই না।"
মা তো বুঝেইছিলেন পরের ঘরের যন্ত্রণা।
সমাজ তোকে শিখিয়েছে পুতুল খেলা, আর
পুতুল হয়ে খেলা।
পিটুইটারিকে ভোঁতা করার
কীটনাশক ছড়িয়েছে ---
জন্ম থেকে প্রতিক্ষণে
অাজও ছড়ায়।
ধন্যবাদ নারীদিবসের কবিতার জন্য! সবাই মিলেই নারীর মুক্তি ও অধিকারের জন্য লড়তে হবে।
উত্তরমুছুনধন্যবাদ নারীদিবসের কবিতার জন্য! সবাই মিলেই নারীর মুক্তি ও অধিকারের জন্য লড়তে হবে।
উত্তরমুছুন