শনিবার, ৫ মার্চ, ২০১৬

নারী-দিবসে ~ কস্তূরী কর

আমি একজন মেয়ে -
ফাগুনের শেষ বেলার মেয়েলি দিনে
আমার বিয়ে হলো  
খুব আশ্চর্য সকলে বললো ,
নারী দিবসে সাধ করে পায়ে বেড়ি দিল
আমিত্ব নিশ্চিহ্ন হলো 
আমি শৃঙ্খলিত
হারাইনি আমার অস্তিত্ব,
সকলের হয়ে ও নিশ্চিত
আমার সান্নিধ্য পেল আমি !
কবিতারা সাক্ষী
আর বেদরদী দুনিয়া বড়ো বিস্মিত 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...