নষ্ট মেয়ে হতেই পারে তারা
সবাই যাদের নষ্টা বলে ডাকে
সবাই যাদের নষ্টা বলে ডাকে
আমার চোখে আকুল দিশাহারা
যুদ্ধ করে নষ্ট হবার ফাঁকে
তোমরা সবাই নদীর বুকে থাকো
হাজার স্রোতে নিত্য যে দাও পাড়ি;
নষ্ট যারা চরের উড়ানপাখি
পাথরজীবন বইছে তারা ভারী
গোলাপ গোলাপ নিত্য রঙের তুলি
আঁকছো জীবন আঁকছো দুহাত ভরে
নষ্ট মেয়ের নষ্ট জীবনকথা
বালিশচাপা, কবেই গেছে মরে-
নিত্য প্রেমের মলম মেখে থাকো
রোদের কোলে হারিয়ে যাবার সুরে
:
নষ্ট যারা তোমার আশেপাশে
থেকেও থাকে অসীম বহুদূরে
নষ্ট যারা তোমার আশেপাশে
থেকেও থাকে অসীম বহুদূরে
:
খাঁচার পাখি কাচের ঘরে সাজে
বন্ধ চোখে মুঠোর মুঠো আলো-
খাঁচার পাখি কাচের ঘরে সাজে
বন্ধ চোখে মুঠোর মুঠো আলো-
:
পথের পাশে উদাস কাঁটালতা
তীক্ষ্ন বাণে কাটায় জীবন ভালো
পথের পাশে উদাস কাঁটালতা
তীক্ষ্ন বাণে কাটায় জীবন ভালো
:
তবুও কোন নষ্ট দুর্দিনেতে
কাচমানুষে ফিরিয়ে নিলে হাত
কাচমানুষে ফিরিয়ে নিলে হাত
:
অকালপ্রেমের বৃষ্টি হয়ে ঝরে
নষ্ট মেয়ের ব্যর্থ জীবনপাত
অকালপ্রেমের বৃষ্টি হয়ে ঝরে
নষ্ট মেয়ের ব্যর্থ জীবনপাত
:
তাই তোমরা সবাই দুহাত চোখে ঢাকো
সুখের দ্বারে আগল টানো ভারী
তাই তোমরা সবাই দুহাত চোখে ঢাকো
সুখের দ্বারে আগল টানো ভারী
:
উল্কামাখা স্বপ্ন ছেড়ে এবার
আমিও হব নষ্ট কোনো নারী
উল্কামাখা স্বপ্ন ছেড়ে এবার
আমিও হব নষ্ট কোনো নারী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন