তুমি দেবী সুকুমারী কামিনী মাতৃরুপিনী
তোমায় বিনে হতো কি সৃষ্টি ধরিত্রী?
তুমি করেছো ফুলে ফলে ধরণী সুশোভিত
তোমার জন্য আজও ফুটে উঠে লাল পলাশটি
তোমায় বিনে হতো কি সৃষ্টি ধরিত্রী?
তুমি করেছো ফুলে ফলে ধরণী সুশোভিত
তোমার জন্য আজও ফুটে উঠে লাল পলাশটি
:
তুমি নদী - পিপাসার্তকে করেছো পরিতৃপ্ত
অবারিত সবুজের মাঝে তোমায় দেখেছি আমি
বাংলার বুকে বয়ে চলা স্রোতস্বিনী তটিনী
অবারিত সবুজের মাঝে তোমায় দেখেছি আমি
বাংলার বুকে বয়ে চলা স্রোতস্বিনী তটিনী
:
তুমি জয় করেছো স্বর্গ মর্ত পাতাল
তাই কি দেবতারাও তোমার জন্য হয়েছে মাতাল?
তোমার জন্য করেছে যজ্ঞ নষ্ট নীলকণ্ঠ
উলঙ্গ নৃত্যে কেঁপে উঠেছিল সারাবিশ্ব
ঈশ্বরও নাকি বুঝতে পারেনি তোমায় নারী!
কালিদাসও কি ভুল করে ধরেছিল ভূজাঙ্গ
তাই কি সে হয়েছিল আগুনে ছাপিয়ে পড়া পতঙ্গ?
তাই কি দেবতারাও তোমার জন্য হয়েছে মাতাল?
তোমার জন্য করেছে যজ্ঞ নষ্ট নীলকণ্ঠ
উলঙ্গ নৃত্যে কেঁপে উঠেছিল সারাবিশ্ব
ঈশ্বরও নাকি বুঝতে পারেনি তোমায় নারী!
কালিদাসও কি ভুল করে ধরেছিল ভূজাঙ্গ
তাই কি সে হয়েছিল আগুনে ছাপিয়ে পড়া পতঙ্গ?
:
তোমার জন্য আজও যুদ্ধ হয় নারী
পথে প্রান্তরে ঘরে ঘরে অথবা নির্জন কোন স্হানে।
তোমাকে করেছে বেচা কেনা যুগে যুগে
এখনও দাস প্রথা টিকে আছে ঘরে ঘরে!
নারী শুধু করবে সেবা- রাতে হবে সঙ্গিনী।
রাবণও কেনো ক্ষেপে গেল সীতাকে পাবার জন্য
সে কি শত্রুতা না কি পুরুষের বন্যতা?
পথে প্রান্তরে ঘরে ঘরে অথবা নির্জন কোন স্হানে।
তোমাকে করেছে বেচা কেনা যুগে যুগে
এখনও দাস প্রথা টিকে আছে ঘরে ঘরে!
নারী শুধু করবে সেবা- রাতে হবে সঙ্গিনী।
রাবণও কেনো ক্ষেপে গেল সীতাকে পাবার জন্য
সে কি শত্রুতা না কি পুরুষের বন্যতা?
:
পুরুষ তোমাকে বানিয়েছে উর্বর ভূমি
প্রতিনিয়ত পুরুষের লাঙলে চাষিত হচ্ছো তুমি
তুমি নাকি বীজ বপনের উর্বর জমি?
জ্বলজ্বলে চোখে চেয়ে থাকে বক্ষের দিকে
কামুক চোখ দুটি আটকে যায় নিতম্বে
প্রতিনিয়ত পুরুষের লাঙলে চাষিত হচ্ছো তুমি
তুমি নাকি বীজ বপনের উর্বর জমি?
জ্বলজ্বলে চোখে চেয়ে থাকে বক্ষের দিকে
কামুক চোখ দুটি আটকে যায় নিতম্বে
:
এক থাল মাংসের আশায় ঘুরতে দেখেছি চিতাকে
মনে মনেও ধর্ষণ করে যখন থাকে নিরালায় একাকী।
মনে মনেও ধর্ষণ করে যখন থাকে নিরালায় একাকী।
মাংস তো পাওয়া যায় বাজারে কসাইয়ের দোকানে
চিতা কি পেরেছে নারীর হৃদয় মন জয় করতে?
দু:শাসন কি পেরেছিল দ্রৌপদ কন্যাকে উলঙ্গ করতে?
তাইতো প্রাণ দিতে হলো সবাইকে কুরুক্ষেত্রে
চিতা কি পেরেছে নারীর হৃদয় মন জয় করতে?
দু:শাসন কি পেরেছিল দ্রৌপদ কন্যাকে উলঙ্গ করতে?
তাইতো প্রাণ দিতে হলো সবাইকে কুরুক্ষেত্রে
:
তোমাকে অপমান করেছে যারা
টিকে কি আছে তারা?
টিকে কি আছে তারা?
:
হে নারী তুমি নাকি পুরুষের সৃষ্টি
তাইতো তুমি আমার পিঞ্জর ভাঙা বুলবুলি।
তাইতো তুমি আমার পিঞ্জর ভাঙা বুলবুলি।
যত নিয়েছো তার চেয়ে ঢের বেশী তুমি দিয়েছো
প্রেম প্রীতি আদর স্নেহ ভালোবাসায় পূর্ণ করেছো পৃথিবী
তাইতো তুমি মহিয়সী শ্বাশ্বত কন্যা জায়া জননী
প্রেম প্রীতি আদর স্নেহ ভালোবাসায় পূর্ণ করেছো পৃথিবী
তাইতো তুমি মহিয়সী শ্বাশ্বত কন্যা জায়া জননী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন