শুক্রবার, ৪ মার্চ, ২০১৬

নারী তোমায় ~ জয় চক্রবর্তী

একদিন অভিযাত্রী হবো ---
সাজিয়ে রেখো পরাগ রেণু স্তনের বোঁটায়
পায়ে পায়ে নামবো যোনি বেয়ে সৃষ্টির খোঁজে
একদিন চিনবো তোমায় ---
ঝাঁপ দেবো কাকচক্ষু অতল সলীলে
প্রতিটি ঝিনুক খুলে দেখবো মুক্তোর রঙ
একদিন শুনবো তোমায় ---
ফেলা বা না ফেলা সব দীর্ঘশ্বাস
তালা দেওয়া সিন্দুকে অব্যক্ত যত কথা
একদিন প্রণাম করতে দিও ---
যেদিন জানবো সৃজনের উৎস তূমি
আমি বা আমরা পৃথিবী জুড়ে সবাই সন্তান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...