শুরু থেকে শেষ--
:
- বুঝলে আজ টাকাটা ফিক্সড করেই দিলাম, টুপুর বড় হচ্ছে, বিয়ের জন্য এখন থেকেই...
- যা বলেছো, কিন্তু টুবান এর জন্য কিছু..
- আরে রাখো তো, টুবান তো চাকরি পেয়েই যাবে, তখন দেখবে টাকা কোথা থেকে আসে...!!!
.
.
- বাপি, আমি ভাবছি এইচ-এস করে ইঞ্জিনিয়ারিং লাইনে যাব...
- প্লেন অনার্স লাইনে পড়বি, তোর দাদার পড়া, হোষ্টেল এসবে কত খরচ বল দিকিনি...??
.
.
- মা, তাড়াতাড়ি খেতে দাও, ক্লাস আছে..
- দাঁড়া, তোর দাদার ভাত-টা আগে দিয়ে দি, অফিসে মিটিং আছে তাড়াতাড়ি বেরোবে..
.
.
- মা, বলছি যে সামনের মাস থেকে ঝুমুরকে নিয়ে আলাদা থাকব, অফিস কোয়ার্টার পেয়েছি...
- কিন্তু, তোর বাবার পেনশনের সামান্য ওই কটা টাকায় চলবে কি করে...??
- মেলা বোকো না, নেক্সট ইয়ারে আমার স্টেটস যাওয়ার প্ল্যান আছে, প্রচুর টাকা লাগবে...
.
***শেষ থেকে শুরু--
:
- মা, ছেড়ে দাও; আমার স্কুলের চাকরিতেই আমাদের চলে যাবে..
- কিন্তু, টুপুর তুই আর কতদিন, একদিন তো তোর বিয়ে হবে...
- আহ!! কতবার বলেছি না তোমাদের ছেড়ে যাব না..
.
.
- হ্যালো, টুবান; ওরে কোথায় তুই? বাবা যে হাসপাতালে...
- ওকে, ২/৩ দিন খুব চাপে আছি, টুপুরকে বল না ম্যানেজ করে নিতে..
.
.
"নারীরে আপন ভাগ্য জয় করিবার,
কেন নাহি দিবে অধিকার?"
স্কুল-লাইফের আবৃত্তি করা সেই কবিতাটা আজ বারবার মনে পড়ছিল টুপুরের, তার জীবনটাও যেন এক হার না মানা ডায়েরীর পাতা, যেখানে আছে শুধু অধিকার ছিনিয়ে নেওয়ার কাহিনী।
:
- বুঝলে আজ টাকাটা ফিক্সড করেই দিলাম, টুপুর বড় হচ্ছে, বিয়ের জন্য এখন থেকেই...
- যা বলেছো, কিন্তু টুবান এর জন্য কিছু..
- আরে রাখো তো, টুবান তো চাকরি পেয়েই যাবে, তখন দেখবে টাকা কোথা থেকে আসে...!!!
.
.
- বাপি, আমি ভাবছি এইচ-এস করে ইঞ্জিনিয়ারিং লাইনে যাব...
- প্লেন অনার্স লাইনে পড়বি, তোর দাদার পড়া, হোষ্টেল এসবে কত খরচ বল দিকিনি...??
.
.
- মা, তাড়াতাড়ি খেতে দাও, ক্লাস আছে..
- দাঁড়া, তোর দাদার ভাত-টা আগে দিয়ে দি, অফিসে মিটিং আছে তাড়াতাড়ি বেরোবে..
.
.
- মা, বলছি যে সামনের মাস থেকে ঝুমুরকে নিয়ে আলাদা থাকব, অফিস কোয়ার্টার পেয়েছি...
- কিন্তু, তোর বাবার পেনশনের সামান্য ওই কটা টাকায় চলবে কি করে...??
- মেলা বোকো না, নেক্সট ইয়ারে আমার স্টেটস যাওয়ার প্ল্যান আছে, প্রচুর টাকা লাগবে...
.
***শেষ থেকে শুরু--
:
- মা, ছেড়ে দাও; আমার স্কুলের চাকরিতেই আমাদের চলে যাবে..
- কিন্তু, টুপুর তুই আর কতদিন, একদিন তো তোর বিয়ে হবে...
- আহ!! কতবার বলেছি না তোমাদের ছেড়ে যাব না..
.
.
- হ্যালো, টুবান; ওরে কোথায় তুই? বাবা যে হাসপাতালে...
- ওকে, ২/৩ দিন খুব চাপে আছি, টুপুরকে বল না ম্যানেজ করে নিতে..
.
.
"নারীরে আপন ভাগ্য জয় করিবার,
কেন নাহি দিবে অধিকার?"
স্কুল-লাইফের আবৃত্তি করা সেই কবিতাটা আজ বারবার মনে পড়ছিল টুপুরের, তার জীবনটাও যেন এক হার না মানা ডায়েরীর পাতা, যেখানে আছে শুধু অধিকার ছিনিয়ে নেওয়ার কাহিনী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন