মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

রমণী ~ পারমিতা চক্রবর্ত্তী

হে বীর ,
সমানাধিকারের দাবি তোলো ,
বৃহৎ জগতে তব শক্তিশালী 
আছে কি কেহ ?
#
যদি নিজেরে চিনিতে চাও 
হৃদয়েরে প্রশস্ত কর l 
বিধাতার সৃষ্টিরে 
নিয়ে কর অহংষ্কার ৷ 
মহীরূহ সম ছায়াপ্রদায়ী যে –
বক্ষে লয়েছে অগ্ন্যুতপাতের ঢেউ 
দুধর্ষ অশ্বরে সে বাঁধিছে
আপন ডোরে ,
দুর্গমতা কভু নাহি জানি I
#
নারীরে ভাব কামবাসনার সঙ্গিনী
আপন গৃহে করিতে চাহ বন্দিনী I
#
হে বিধাতা রেখো না মোরে জ্ঞানহীন ,বাক্যহীন 
যে রুদ্রবীণা মোর কণ্ঠে বাজে ,
তাহারে লাহিয়া চলিব সিন্ধুতীরে I
#
জীবনের সর্বোত্তম বাণী যেন ঝরে 
জীবনের অন্তিম দিনে l
মস্তকের গুণ্ঠন বিসর্জিত করে ,
চলেছি জ্ঞানসাগরে 
রক্তিম বিহঙ্গ হয়ে,
চিত্তমাঝে যেন বিরাজ থাকি চিরতরে I 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...