মঙ্গলবার, ১ মার্চ, ২০১৬

উদ্দেশ্যমুখী ~ রিক্তা চক্রবর্তী



ভালোবাসো" ? 
মেরুদণ্ড জোড়া এখন অনন্ত অসুখ
#
চিরাচরিত প্রেমিকের চোখে 
আমি এক অর্বাচীন প্রেমিকা
অন্যের নিঃশ্বাসে বাঁচা , অন্যের সহায়তায় 
#
নিকো পার্ক , সাইন্স সিটি 
সাউথ সিটি মল 
অথবা হাওড়া- ব্যানডেল লোকাল 
আমার পরিচয় 'রাহুলের প্রেমিকা' হিসেবে 
#
"পরজীবী" !!! 
যেদিন তোমার মুখে প্রথম শুনেছিলাম শব্দখানি 
সেদিনই বুঝে গিয়েছিলাম , জবনিকা পতন 
নাটক এখন শেষ অঙ্কে
" নিজেকে 'কবি' ভাবো তাই না ?
আজ তবে বিলুপ্ত সম্পর্কের সিঁড়ি তে বসে 
বাছাই করা রাতপরীদের কবিতা লেখো কেন" ? 
#
উত্তর ভাসে অবারিত হাওয়ায়

৩টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...