শনিবার, ৫ মার্চ, ২০১৬

নারী ~ সুপ্রতীম সিংহ রায়

কখনো খুবলে খাচ্ছো সবাই
চরিত্র গুণে হাত ভাগশরীরে,
মায়া কাঞ্চন তবু আমারই স্নেহে
বিষ দংশন ক্ষত ফের জ্বালালে
:
নারীর মুখ লুকায় সব মাতৃছায়া
বলো "প্রেয়সী তুমি ভালোবাসো?"
তবু শরীর সাক্ষী রোজ নিশীথে
সুযোগ বুঝেই ফের কাছে আসো
:
তকমা লাগায় তোমার সমাজ
"ধর্ষিতা, তুই নষ্ট মেয়েছেলে..!"
পারলে একবার ছুঁয়ে দেখো তবে
চাপ রক্তছাপ সব দুর্গার আঁচলে
:
পুরুষ দম্ভে একপেশে রীতি-নীতি
প্রশ্ন ওঠে কি কখনও কোনওবার?
"নারীরে আপন ভাগ্য জয় করিবার
কেন নাহি দিবে অধিকার?"
:
তবুও নারী আজও ক্ষমাশীল
যেমন সর্বংসহা মহা ধরিত্রী,
লাঞ্ছিত মা আজও সুশীল সমাজে
রাঙতা মাখে,সাজে সতী-সাবিত্রী
:
যে সমাজে নিয়মিত পূজি দেবী
সেখানে কন্যাভ্রুণ রক্ষা বড় দায়,
মাতৃ আরধনা করি তবু রীতিমতো
কেবলই পুত্রসন্তানের কামনায়!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...