শনিবার, ২ এপ্রিল, ২০১৬

একটি প্রাসঙ্গিক লেখা :বড় বিষাদময় এ সময় ~সিক্তা দাস

এই ক্লান্তিকর রক্তাক্ত সময়ে কলমকে মুক্তি দাও কবিতা
সে এখন রক্তকে চিনে নিক, চিনুক আর্তনাদ, বুক চেরা কান্না
ছড়িয়ে দিক কিছু ঠিকানা, ফোন নং ব্লাড গ্রুপ আর ক্যাম্পের হদিস
কিছু "মানুষ" এর জাত চিনে নিক
...তোমার দেহের উপর দাঁড়িয়ে, চেনা হাত ধরে
অক্ষর গুণে গুণে ইঞ্জেক্সন সিরিঞ্জ হতে শিখে নিক কলম
চিনে নিতে শিখে নিক প্রয়োজনীয় যন্ত্রদের...
যারা তুলে আনে টুকরো টুকরো অঙ্গ ...একদা মায়ের স্নেহমাখা
অথবা, যে মানুষ ফেরে নি ঘরে,
তার একরত্তি শিশুটির বুকে ধিকিধিকি জ্বলুক ...
যেন দাবানল হয়ে যেতে পারে...কোনো এক শুভক্ষণে

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...