শনিবার, ২ এপ্রিল, ২০১৬

রাত্রি ঘোর ~ জাকিয়া জেসমিন যূথী

অতন্দ্রিলা, 
ঘুমোওনি জানি! 
অমাবস্যার ঘোর অন্ধকারের
আজন্ম বিরোধী তুমি, 
মশারীর সূক্ষ্ণ জালে তৈরি
ঘরের ভেতর ছোট ঘরে
কত গভীর প্রেম
ভিন্ন নি:শ্বাসে...
ঘন ছায়া উত্তাপে....
কাটানো সে প্রহরগুলো!
.
অতন্দ্রিলা, 
ভালোবাসতে তুমি আলোর বন্যা
এখনো জোৎস্না এলেই
জানালা গলে উঁকি দেয় এক ফালি চাঁদ
জ্যোৎস্না স্নানে শুভ্র বিছানা...
একাকী আমি...
শুধু,
তুমিই নেই!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...