** প্রথম ছবি-
( কোন একদিন দুপুরে )
- আগে মালগুলো দেখুন, তারপর না হয়..
- না না, এখন এসবের কোন দরকার নেই..
- দেখুন না কাকিমা, সব ভালো কোয়ালিটি; এপাড়ায় আমিই একমাত্র এই মাল ফেরি করি। বসন্ত বললে সবাই একডাকে চিনবে; বিশ্বাস না হয় পাশের দত্তবাড়ির কাকিমাকে জিজ্ঞাসা করুন...
- ঠিক আছে, কিন্তু বলছি তো এগুলো কিছুই দরকার নেই...
- অন্তত, একটা কিছু রাখুন; আজ এখনও বউনি হয়নি...
- বলছি তো কিছুর দরকার নেই, তাছাড়া মাসের শেষ, এখন এসো, লাগলে খবর দেব; আর কি যেন নাম তোমার, বসন্ত...
** দ্বিতীয় ছবি-
( সেইদিন রাতে )
- মা, বলছি যে আমার কাল হাজার চারেক টাকা লাগবে...
- কি করবি রে...?
- তোমাকে বলেছিলাম না এবার কয়েকজন বন্ধু মিলে শান্তিনিকেতন যাব, পরশু দিন বেরোব; তাই কাল টাকা দিতে হবে। তাছাড়া, যাচ্ছি একবারে খালি হাতে যাব...
- হঠাৎ শান্তিনিকেতন...?
- আরে, বসন্ত উৎসব না...!!
- ঠিক আছে, কাল কলেজ যাওয়ার সময় নিয়ে নিস...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন