'হতে পারে ক্লিশে তেলচিটে বালিশে
সত্যি কথা জমলে যেমন হয় '
সত্যি কথা জমলে যেমন হয় '
শব্দের বিছানায় শুয়ে শুয়ে একটা
কথার নদী বইয়ে দিতে পারলে
ভার কিছুটা লাঘব হয়
ব্যাথার বিষে নোনা জলের ককটেল
পান করে করে --
অমরত্বের ভ্রম হয়
কথার নদী বইয়ে দিতে পারলে
ভার কিছুটা লাঘব হয়
ব্যাথার বিষে নোনা জলের ককটেল
পান করে করে --
অমরত্বের ভ্রম হয়
স্বপ্ন গুলো ঢোঁক গিলছে
বাস্তববাদী আঙিনায় -
স্বভাব -কবি ঘোর সন্ধানী
ছন্দ খোঁজে কবিতায়
বাস্তববাদী আঙিনায় -
স্বভাব -কবি ঘোর সন্ধানী
ছন্দ খোঁজে কবিতায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন