শনিবার, ২ এপ্রিল, ২০১৬

অতলান্তিক ~ সুদীপ্তা নাথ

নির্ঘুম প্রহরের অতর্কিত মেঘে, অবিন্যস্ত রাতপোষাকের মতো, বিষাদী বিকেল পড়ে থাকে কিছু। কিছুটা পেলব,উদাসীন,কিছুটা ব্যক্তিগত যেন পেয়ালার তলানিতে লালচে তরল বুদ্বুদে স্মৃতি থাকে ঠোঁটছোঁয়া মাদকতায় নেশাতুর পল কিছু বাকি থেকে যায়
রক্তিম অন্তরালে ছিন্ন শব্দ-শব, ক্ষণিকের বিশ্রাম চেয়ে নেয়
তবু আজও, মুহূর্তের নিবিড়তায় যতটা ছোঁয়া যায়, অতল স্পর্শে ছুঁয়ে নিই ততটাই। মুহূর্তের ফর্মালিনে ভেজা যত প্রেম-অপ্রেম, নিশীথের গভীরতায় খুঁজে পাই

২টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...