“A good editor is like tinsel to a Christmas Tree...they add the perfect amount of sparkle without being gaudy.”
― Bobbi Romans
হাজারটি লেখার মধ্যে থেকে সেরা লেখাগুলিকে নির্বাচন করাই সম্পাদকের কাজ । আর এ কাজটি সত্যিই বড়ই দুরূহ ও কঠিন ।
ছোটবেলা থেকেই মনের কোণে একটি সুপ্ত স্বপ্ন প্রায়শই উঁকি মেরে যেতো । বাবা সে সময়ে 'আগামী' নামে ছোটদের একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন । বাবা কে দেখতাম রাত জেগে এডিটিং করতে । আরও পরে আমাদেরই প্রকাশনা সংস্থায় বাবার তত্বাবধানে 'এডিটিং' এবং 'প্রুফ রিডিং ' শেখা আমার ... ২৬ শে মার্চ ২০১৫ ... 'রোদ্দুর ' সৃষ্টির জন্ম লগ্ন থেকেই লেখা নির্বাচনের দায়িত্বে থেকে বুঝেছি প্রচুর লেখার মধ্যে থেকে Cream of the Lot গুলি কে বাছা সত্যিই খুব কঠিন । প্রত্যেক লেখাই সেই কবি বা লেখকের নিজস্ব মননজাত ভাবনা এবং তা একান্তই আপন , তবুও পাঠকের কাছে লেখক বা কবির কিছু দায়বদ্ধতা থাকে বৈকি !
অনেকেই জিজ্ঞেস করেছেন ব্লগ স্পটের নাম 'মুঠো ভরা রোদ্দুর ' কেন ?
মুঠোয় করে 'রোদ্দুর ' এর কিছু সেরা লেখা নিয়েই তৈরি এই ব্লগ স্পট , আর তাই ... 'মুঠো ভরা রোদ্দুর '
আগামী সংখ্যায় আশ্বিনের শারদপ্রাতে আলোর রোশনাই, প্রতিমার সাজসজ্জা এবং মণ্ডপের অলংকরণ সহ নিয়ে আসা যাবে আরও কিছু সেরা লেখা । ততদিন পর্যন্ত ... সৃজনে থাকুন এবং সর্বোপরি ভাল থাকুন ।
শুভেচ্ছান্তে
পিয়ালী বসু
― Bobbi Romans
হাজারটি লেখার মধ্যে থেকে সেরা লেখাগুলিকে নির্বাচন করাই সম্পাদকের কাজ । আর এ কাজটি সত্যিই বড়ই দুরূহ ও কঠিন ।
ছোটবেলা থেকেই মনের কোণে একটি সুপ্ত স্বপ্ন প্রায়শই উঁকি মেরে যেতো । বাবা সে সময়ে 'আগামী' নামে ছোটদের একটি মাসিক পত্রিকা প্রকাশ করতেন । বাবা কে দেখতাম রাত জেগে এডিটিং করতে । আরও পরে আমাদেরই প্রকাশনা সংস্থায় বাবার তত্বাবধানে 'এডিটিং' এবং 'প্রুফ রিডিং ' শেখা আমার ... ২৬ শে মার্চ ২০১৫ ... 'রোদ্দুর ' সৃষ্টির জন্ম লগ্ন থেকেই লেখা নির্বাচনের দায়িত্বে থেকে বুঝেছি প্রচুর লেখার মধ্যে থেকে Cream of the Lot গুলি কে বাছা সত্যিই খুব কঠিন । প্রত্যেক লেখাই সেই কবি বা লেখকের নিজস্ব মননজাত ভাবনা এবং তা একান্তই আপন , তবুও পাঠকের কাছে লেখক বা কবির কিছু দায়বদ্ধতা থাকে বৈকি !
অনেকেই জিজ্ঞেস করেছেন ব্লগ স্পটের নাম 'মুঠো ভরা রোদ্দুর ' কেন ?
মুঠোয় করে 'রোদ্দুর ' এর কিছু সেরা লেখা নিয়েই তৈরি এই ব্লগ স্পট , আর তাই ... 'মুঠো ভরা রোদ্দুর '
আগামী সংখ্যায় আশ্বিনের শারদপ্রাতে আলোর রোশনাই, প্রতিমার সাজসজ্জা এবং মণ্ডপের অলংকরণ সহ নিয়ে আসা যাবে আরও কিছু সেরা লেখা । ততদিন পর্যন্ত ... সৃজনে থাকুন এবং সর্বোপরি ভাল থাকুন ।
শুভেচ্ছান্তে
পিয়ালী বসু