প্রতিদিন নতুনভাবে বিরোধ ঘটতে থাকে
আপোষের সাথে আত্মসম্মানের
------
ভোরে, অভিষেক হয়,
সারা দেহে প্রভাত রবির লোহিত কিরণ মেখে
------
আনন্দ লহরী ওঠে
সমগ্র সৃষ্টির রন্ধ্রে রন্ধ্রে, কোষে কোষে
------
প্রাত্যহিকতার নাও বাওয়া শুরু হয়
শারদীয়া জীমূতের মতো
--------
দিবা যতো প্রৌঢ় হয়,
পায়ে পায়ে আসে ক্লান্তি কুলকুল তটিনীর মতো
---------
নিস্তব্ধ রাত,
আত্মসম্মান ক্ষণপ্রভা হয়ে গর্জায়
------
তারপর,
এক আঁজলা আপোষের বৃষ্টিপাত
আপোষের সাথে আত্মসম্মানের
------
ভোরে, অভিষেক হয়,
সারা দেহে প্রভাত রবির লোহিত কিরণ মেখে
------
আনন্দ লহরী ওঠে
সমগ্র সৃষ্টির রন্ধ্রে রন্ধ্রে, কোষে কোষে
------
প্রাত্যহিকতার নাও বাওয়া শুরু হয়
শারদীয়া জীমূতের মতো
--------
দিবা যতো প্রৌঢ় হয়,
পায়ে পায়ে আসে ক্লান্তি কুলকুল তটিনীর মতো
---------
নিস্তব্ধ রাত,
আত্মসম্মান ক্ষণপ্রভা হয়ে গর্জায়
------
তারপর,
এক আঁজলা আপোষের বৃষ্টিপাত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন