মেয়ে তুমি যাচ্ছো নাকি
তটিনীতে খেয়া বেয়ে ?
গ্রাম ছাড়িয়ে মাঠ পেরিয়ে
দিবা নিশি ভাঁটার টানে !
:
আকাশ এখন রক্তিম লাল
রবিও যে যায় অস্তমিত
বারিদ ঐ ঘনায় দেখো
তড়িৎ খেলে সমুখ পানে।
:
ছোট্টো তোমার দেহখানি
কলহও অনেক তোমায় নিয়ে
লহরী এখন আকাশ সমান
তবু ভয় নেইতো তোমার প্রাণে।
:
তোমায় এখন মেয়ের মত
মেয়ে বলে সবাই জানে ।
তটিনীতে খেয়া বেয়ে ?
গ্রাম ছাড়িয়ে মাঠ পেরিয়ে
দিবা নিশি ভাঁটার টানে !
:
আকাশ এখন রক্তিম লাল
রবিও যে যায় অস্তমিত
বারিদ ঐ ঘনায় দেখো
তড়িৎ খেলে সমুখ পানে।
:
ছোট্টো তোমার দেহখানি
কলহও অনেক তোমায় নিয়ে
লহরী এখন আকাশ সমান
তবু ভয় নেইতো তোমার প্রাণে।
:
তোমায় এখন মেয়ের মত
মেয়ে বলে সবাই জানে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন