মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

দেহাতীত -- অনিরুদ্ধ দাস

তোর ওই নাতিশীতোষ্ণ স্তনাংশুকে
শ্রাবণ নেই
অবধূত অনুসন্ধিৎসা থাকে।
#
ডিম্পল রাইকিশোরী সুস্মিতা হয়ে
বনসাই আঁচলে বাঁধতে যায়,
তখন অবশ্যম্ভাবীভাবে --
অরিন্দম হয়ে ওঠে,
যেন অপচিকীর্ষা সূর্ষগ্রহণ ;
#
বরং আমি ---
ডুবুরী- অনুসন্ধিৎসা নিয়ে
কয়েক কৃষ্ণচূড়ার জন্ম নিতে পারি,
তোর মিথোজীবি সিঙ্গারের
অন্যতম অনন্য একক হয়ে ;
#
মাহি! বার্থটব নয়,
আমার চাই --- 
শুধু তোর সল্লার ( দিঘি) বুক..

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...