" মেলেছো চুল ,খুলেছো ডানা
জানি আঙ্গুল ছোঁয়ানো মানা
তবু আজি আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে
শোনো.....
আমাকে রাখো বুকের পশমে
তোমার নরমে"
জানি কথা হবে বাতাসের ফোনে
তোমার আমার গোপনে গোপনে
"লগজা গলে
কে ফির ইয়ে
হসিন রাত হো না হো
শায়দ ফির ইস জনম মে
মুলাকাত হো না হো "
আজ আবার রাত চাঁদসোহাগী হোক
আজ আবার এই মন বিবাগী হোক
চুপিচুপি আজ একটু গল্প হোক
তারায় তারায়
হাইওয়ে আর ফেলে আসা সুর
পাশাপাশি থেকো যাব যতদূর
এঁকে দেবো দেখো জলছবি মধুর
চাইলে ইশারায়
"হমকো মিলি হ্যায় আজ ইয়ে
ঘড়িয়া নসিব সে
জি ভরকে দেখ লিজিয়ে
হমকো করিব সে"
ফিরে যেও নয় এ গানের শেষে
নাম লিখে যেও উষ্ণ নিশ্বাসে
আমি রেখে দেবো আলতো বিশ্বাসে
এ হাত হাতে
মুখচোরা যত অভিমান এসে
বলে যাবে কথা বুকপকেট ঘেঁষে
ঠোঁট খুঁজে পাবে বোতামের শেষে
প্রেম অস্কারাতে
" আঁখো সে ফির ইয়ে প্যয়ার কি
বরসাত হো না হো
শায়দ ফির ইস জনম মে
মুলাকাত হো না হো "
জানি ছুঁয়ে যাবে চিবুকের তিল
আধো ভেজা চোখের পরিচিত কোণ
জানি আঙ্গুল ছোঁয়ানো মানা
তবু আজি আমি রাজি
চাপা ঠোঁটে কথা ফোটে
শোনো.....
আমাকে রাখো বুকের পশমে
তোমার নরমে"
জানি কথা হবে বাতাসের ফোনে
তোমার আমার গোপনে গোপনে
"লগজা গলে
কে ফির ইয়ে
হসিন রাত হো না হো
শায়দ ফির ইস জনম মে
মুলাকাত হো না হো "
আজ আবার রাত চাঁদসোহাগী হোক
আজ আবার এই মন বিবাগী হোক
চুপিচুপি আজ একটু গল্প হোক
তারায় তারায়
হাইওয়ে আর ফেলে আসা সুর
পাশাপাশি থেকো যাব যতদূর
এঁকে দেবো দেখো জলছবি মধুর
চাইলে ইশারায়
"হমকো মিলি হ্যায় আজ ইয়ে
ঘড়িয়া নসিব সে
জি ভরকে দেখ লিজিয়ে
হমকো করিব সে"
ফিরে যেও নয় এ গানের শেষে
নাম লিখে যেও উষ্ণ নিশ্বাসে
আমি রেখে দেবো আলতো বিশ্বাসে
এ হাত হাতে
মুখচোরা যত অভিমান এসে
বলে যাবে কথা বুকপকেট ঘেঁষে
ঠোঁট খুঁজে পাবে বোতামের শেষে
প্রেম অস্কারাতে
" আঁখো সে ফির ইয়ে প্যয়ার কি
বরসাত হো না হো
শায়দ ফির ইস জনম মে
মুলাকাত হো না হো "
জানি ছুঁয়ে যাবে চিবুকের তিল
আধো ভেজা চোখের পরিচিত কোণ
Bah!
উত্তরমুছুনBah!
উত্তরমুছুন