"শোকের সাথে আড়ি সত্যি দিতে পারি
ডুয়ার্স যখন সাকিন আমার , আমার বাসাবাড়ি l "
এই অকপট স্বীকারক্তি ডুয়ার্সের কবি --অমিত কুমার দের ---আমার অন্যতম প্রিয় কবি l আজকের আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতায় যেখানে হারিয়ে যাচ্ছে সবুজ , পাখি , নদী ,পাহাড় , চা -বাগান ,কবিতায় সেখানে সহজ হবার মন্ত্র শেখায় পাহাড়ীনদী ও ঝর্নার জল ,জংলি ফুলের গন্ধে ফুসফুসে ঢুকে পড়ে , পাহাড় পাঠ করে মেঘেদের চিঠি , পাখিরা পালক উপহার দিয়ে কাছে রাখার আকুতি জানায় পাঠকের কাছে আর সেই অবসরে ছন্দের মায়াবী নকশীকাঁথায় কবি ছুঁয়ে যান পাঠকের মনন --
"নিবি আমায় ? নে না ---
দেখবি তখন আমি যে তোর আর জনমের চেনা l "
ভার্চুয়াল জগতে এসে আমি আরও একজন প্রিয় কবিকে পেলাম তিনি --পিয়ালী বসু l তাঁর লেখনীর অসামান্য দক্ষতা প্রতিনিয়ত আমায় নারী হিসেবে নিজেকে নতুন করে চেনায় ---
"শোষন ও শয়ন প্রক্রিয়ার মধ্যস্থতায়
উন্মুক্ত হয় অন্য এক নারীজন্মের ইতিকথা l "
তাঁর অসাধারন সাহসী ও আধুনিক লেখনীতে খুঁজে পাই জীবন দর্শন -----
"মৈথুনের সংলাপে আলোড়িত
'সুইসাইড নোট ' লেখা শুধু
its not about the love you had
but
about the lovers you had."
------------ নতুন করে অন্যভাবে ভাবতে শেখায় জীবনকে l
ডুয়ার্স যখন সাকিন আমার , আমার বাসাবাড়ি l "
এই অকপট স্বীকারক্তি ডুয়ার্সের কবি --অমিত কুমার দের ---আমার অন্যতম প্রিয় কবি l আজকের আধুনিক নগরকেন্দ্রিক সভ্যতায় যেখানে হারিয়ে যাচ্ছে সবুজ , পাখি , নদী ,পাহাড় , চা -বাগান ,কবিতায় সেখানে সহজ হবার মন্ত্র শেখায় পাহাড়ীনদী ও ঝর্নার জল ,জংলি ফুলের গন্ধে ফুসফুসে ঢুকে পড়ে , পাহাড় পাঠ করে মেঘেদের চিঠি , পাখিরা পালক উপহার দিয়ে কাছে রাখার আকুতি জানায় পাঠকের কাছে আর সেই অবসরে ছন্দের মায়াবী নকশীকাঁথায় কবি ছুঁয়ে যান পাঠকের মনন --
"নিবি আমায় ? নে না ---
দেখবি তখন আমি যে তোর আর জনমের চেনা l "
ভার্চুয়াল জগতে এসে আমি আরও একজন প্রিয় কবিকে পেলাম তিনি --পিয়ালী বসু l তাঁর লেখনীর অসামান্য দক্ষতা প্রতিনিয়ত আমায় নারী হিসেবে নিজেকে নতুন করে চেনায় ---
"শোষন ও শয়ন প্রক্রিয়ার মধ্যস্থতায়
উন্মুক্ত হয় অন্য এক নারীজন্মের ইতিকথা l "
তাঁর অসাধারন সাহসী ও আধুনিক লেখনীতে খুঁজে পাই জীবন দর্শন -----
"মৈথুনের সংলাপে আলোড়িত
'সুইসাইড নোট ' লেখা শুধু
its not about the love you had
but
about the lovers you had."
------------ নতুন করে অন্যভাবে ভাবতে শেখায় জীবনকে l
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন