মেদহীন শব্দগুচ্ছের অগ্নিপাথর ছুঁয়ে
শুদ্ধ হও তুমি
একমুঠো সঞ্জীবনী নিয়ে টুকরো চাঁদ উঠুক
সমুদ্র বালির রঙে তোমার ঠোঁটে
শিরায় শিরায় ফেনিল স্রোতে
শোনিতের বুদবুদ ধ্বনি শোননি বুঝি!
মায়াবী বাঁশির সুরে শব্দহীন চরাচর
মৃত্যুর ঘ্রাণ মাখে নাকি জীবন ডাকে
ভেবেছ কখনো?
নিঃশব্দ মহাশূন্যতা কানাকড়ি দামে কিনে
বরং আটপৌরে হও
শব্দ কে মুক্তি দাও সিন্দুকে
শুদ্ধ হও তুমি
একমুঠো সঞ্জীবনী নিয়ে টুকরো চাঁদ উঠুক
সমুদ্র বালির রঙে তোমার ঠোঁটে
শিরায় শিরায় ফেনিল স্রোতে
শোনিতের বুদবুদ ধ্বনি শোননি বুঝি!
মায়াবী বাঁশির সুরে শব্দহীন চরাচর
মৃত্যুর ঘ্রাণ মাখে নাকি জীবন ডাকে
ভেবেছ কখনো?
নিঃশব্দ মহাশূন্যতা কানাকড়ি দামে কিনে
বরং আটপৌরে হও
শব্দ কে মুক্তি দাও সিন্দুকে
Mon valo koraniya
উত্তরমুছুনদারুণ
উত্তরমুছুনদারুণ!
উত্তরমুছুনদারুণ!
উত্তরমুছুন