মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

শব্দসিন্দুকে -- পিয়ালী বসু ঘোষ

মেদহীন শব্দগুচ্ছের অগ্নিপাথর ছুঁয়ে 
শুদ্ধ হও তুমি 
একমুঠো সঞ্জীবনী নিয়ে টুকরো চাঁদ উঠুক
সমুদ্র বালির রঙে তোমার ঠোঁটে 

শিরায় শিরায় ফেনিল স্রোতে 
শোনিতের বুদবুদ ধ্বনি শোননি বুঝি! 

মায়াবী বাঁশির সুরে শব্দহীন চরাচর 
মৃত্যুর ঘ্রাণ মাখে নাকি জীবন ডাকে 
ভেবেছ কখনো? 

নিঃশব্দ মহাশূন্যতা কানাকড়ি দামে কিনে 
বরং আটপৌরে হও 
শব্দ কে মুক্তি দাও সিন্দুকে

৪টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...