# নদী আর ঢেউ
কোন কম্পাস ছাড়াই দিশা খুঁজে নেয় যে স্রোতস্বিনী
আমাদের সান্ধ্য মজলিশের একক সাক্ষী
তার তরঙ্গ গুনতে গুনতে বয়স বেড়েছে সম্পর্কের
একান্তে কাটানো সেই সন্ধ্যেগুলো
আলোর চেয়েও দ্রুতগামী
# দ্বন্দ্ব ও শরীর
অনেকবার ছুঁয়ে দেখতে চেয়েছিলি যে দেহ
উন্মুক্ত আকাশের নীচে উন্মোচিত হতে
তার কোন বিরোধ ছিল না
ছিল চোখের পাতায় অনাস্বাদিত তিরতিরানি
লজ্জাবতী লতার মত
# দিন আর মেঘ
স্বাধীনতা দিবসেও এভাবেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল
জীমৃত, আদর আর মলমলের চাদর
জড়িয়ে রেখেছিল প্রথম ভালবাসাবাসিটুকু
চার দেওয়ালের অন্ধকারে মিশে গিয়েছিল
ফ্রেঞ্চ পারফিউম আর স্নানের গন্ধ
# লাল নৌকা
নোয়ার নাও’তে ভাসতে ভাসতেই পৌঁছে যাওয়া যায়
জীবনের প্রান্তিক স্টেশনে
শিরা-উপশিরায় ছুঁয়ে যাওয়া আগুন নেভার আগেই
রক্তবর্ণ সিঁদুরে-দিগন্তরেখায় মিশে যায়
চিতা-ধোওয়া ছাই
# সূর্য না বিদ্যুৎ
ঘুম ঘুম চোখের পাতা স্বপ্নভারে অলস
মার্তন্ডর প্রথম আলোয় মিশে যায় পবিত্র প্রণব
রাতজাগা চাদরের ভাঁজে অযথা সন্দেহে
মন ছুটে চলে তড়িৎগতিতে
“আভি না যাও ছোড়কে...”
কোন কম্পাস ছাড়াই দিশা খুঁজে নেয় যে স্রোতস্বিনী
আমাদের সান্ধ্য মজলিশের একক সাক্ষী
তার তরঙ্গ গুনতে গুনতে বয়স বেড়েছে সম্পর্কের
একান্তে কাটানো সেই সন্ধ্যেগুলো
আলোর চেয়েও দ্রুতগামী
# দ্বন্দ্ব ও শরীর
অনেকবার ছুঁয়ে দেখতে চেয়েছিলি যে দেহ
উন্মুক্ত আকাশের নীচে উন্মোচিত হতে
তার কোন বিরোধ ছিল না
ছিল চোখের পাতায় অনাস্বাদিত তিরতিরানি
লজ্জাবতী লতার মত
# দিন আর মেঘ
স্বাধীনতা দিবসেও এভাবেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছিল
জীমৃত, আদর আর মলমলের চাদর
জড়িয়ে রেখেছিল প্রথম ভালবাসাবাসিটুকু
চার দেওয়ালের অন্ধকারে মিশে গিয়েছিল
ফ্রেঞ্চ পারফিউম আর স্নানের গন্ধ
# লাল নৌকা
নোয়ার নাও’তে ভাসতে ভাসতেই পৌঁছে যাওয়া যায়
জীবনের প্রান্তিক স্টেশনে
শিরা-উপশিরায় ছুঁয়ে যাওয়া আগুন নেভার আগেই
রক্তবর্ণ সিঁদুরে-দিগন্তরেখায় মিশে যায়
চিতা-ধোওয়া ছাই
# সূর্য না বিদ্যুৎ
ঘুম ঘুম চোখের পাতা স্বপ্নভারে অলস
মার্তন্ডর প্রথম আলোয় মিশে যায় পবিত্র প্রণব
রাতজাগা চাদরের ভাঁজে অযথা সন্দেহে
মন ছুটে চলে তড়িৎগতিতে
“আভি না যাও ছোড়কে...”
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন