মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

সুখ -- সীমা ব্যানার্জ্জী-রায়

সুখের দিনে, চতুর্দিকেই উদার থাকে দরজা
তখন দেখো মনের কোনে কৃপণ সবজিলতা
বলতে পারি, তখন সবই দুঃখটুকু বাদ
বৃষ্টি জ্বলে ওঠা আকাশ খোঁজে মেঘের ফাঁদ

কত মানুষ মেঘের ফানুস, কোথায় রাখি সুখ?
বলব কেন? কোথায় রাখি পরন্ত পরাঙ্মুখ
একটাই তো শর্ত আছে শুধুই আমার কাছে
পদ্মপাতায় সুখের বাস আলগা হয়ে গেছে

টইটুম্বুর হয়ে যখন আসতে আসতে ভাসে
ভাসতে ভাসতে নাচে, কেবল আমার ভিতর হাসে

মনকে বোঝাই আমি নদী, এই কি তোর গতি?
এতই কী তোর লজ্জা, নাকি এইটুকুই প্রকৃতি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...