মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

লেখা-ছবি-আনন্দ -- পিয়ালী পাল

প্রিয় তুতান , 

ফেসবুকে তোর পোস্ট করা ডুয়ার্সের ছবিগুলো বেশ লাগলো। বিশেষ করে ওই ছবিটা যেখানে ধানক্ষেত আর চা বাগান পাশাপাশি, অদূরে পাহাড়। তোর এই সরল সুন্দর মন যেন এমন’ই থাকে ভাই, এটাই যে আসল আনন্দ। জানিস ভাই আমার কিসে সবথেকে আনন্দ হয়? কিছু লিখলে। মন থেকে সরাসরি টাইপ করি যখন, খুব শান্তি পাই। কবি জীবনানন্দ-এর কিছু কথা বারবার মনে পরে .......
“ আমি তারে পারি না এড়াতে
সে আমার হাত রাখে হাতে;
সব কাছ তুচ্ছ হয়, পণ্ড মনে হয়,
সব চিন্তা — প্রার্থনার সকল সময়
শূন্য মনে হয়,
শূন্য মনে হয়!”
নিঃস্বার্থ লেখার আনন্দই আমার কাছে সবচেয়ে দামি। অন্তত লেখার সময়টুকু তো আমি স্বাধীন। কেউ বলবে না “এটা করতে নেই ওটা করতে নেই”। লেখার আনন্দে লিখে যাই। সহিত্য-টাহিত্য সৃষ্টির উদ্দেশ্যে লিখি না। মন খুলে কথাগুলো বলতে পাড়ি, এই শ্রেয়। যাইহোক, ভালো থাকিস ভাই, অনেক ছবি তুলিস। 


ইতি
তোর পিয়া দি

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...