অহং -১
আমার আমিত্বটুকু নিয়ে নাও ,
এবার যা বাকি রইলো ,
তা দিয়ে সমস্ত ব্যাপ্তিকে
এককভাবে ভাবা যাবে ।
এবার যা বাকি রইলো ,
তা দিয়ে সমস্ত ব্যাপ্তিকে
এককভাবে ভাবা যাবে ।
----------------------------------
অহং-২
অহং-২
আমি যখন নেশায় থাকি,
আমি উড়তে ভালোবাসি ।
কারন জানি, নেশা আর আকাশ
দুটোই অন্তহীন ; বন্ধনহীন ।
আমি উড়তে ভালোবাসি ।
কারন জানি, নেশা আর আকাশ
দুটোই অন্তহীন ; বন্ধনহীন ।
------------------------------------
অহং-৩
অহং-৩
মন আমার একদিন ছেড়ে ছিঁড়ে
চলে যাবে সব । অন্তিম নেশার
ঘোরে যখন বায়বীয় আমার দেহ,
সেদিন সমস্ত হবে সমর্পণ । তখ্ন
দেখো , পেছনে রয়ে যাবে
পথে চলা অসংখ্য পায়ের ছাপ
চলে যাবে সব । অন্তিম নেশার
ঘোরে যখন বায়বীয় আমার দেহ,
সেদিন সমস্ত হবে সমর্পণ । তখ্ন
দেখো , পেছনে রয়ে যাবে
পথে চলা অসংখ্য পায়ের ছাপ
----------------------------------
অহং-৪
রাত্রি গভীর হলে , একাকীত্ব নামে
চৌমাথায় ; হলুদ ল্যাম্পপোস্ট ঘিরে
কবিতাদের আস্পর্ধা বারে । চূড়ান্ত
নেশায় কাটে পরাধীনতার ঘোর ।
চৌমাথায় ; হলুদ ল্যাম্পপোস্ট ঘিরে
কবিতাদের আস্পর্ধা বারে । চূড়ান্ত
নেশায় কাটে পরাধীনতার ঘোর ।
রাত্রি গভীর হলে , মনে পড়ে
শকুন্তলা , মায়াবী হরিণ , অহল্যা ।
মনে পড়ে অবিরাম বয়ে চলা
গোমতীর অগভীর শান্ত স্রোত
শকুন্তলা , মায়াবী হরিণ , অহল্যা ।
মনে পড়ে অবিরাম বয়ে চলা
গোমতীর অগভীর শান্ত স্রোত
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন