মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

আদিম ---- অনিরুদ্ধ ব্যানার্জি

আজও কিছু লেখা শব্দহীন হয়-,শুধু তোমার আমার জন্য নয়...

কিছু মৌনতা তবু আজও বাঙ্ময়,
কিছু ফেলে আসা ছোঁয়া, চোখ-
আজও তবু কিছু চোরাবালি ডাক,
কিছু বিপ্লব আজি হোক...

লেখা থাক কিছু আদরে, সোহাগে-
শুধু চুপকথা বয়ে যাক।
কিছু পর্দারা আজ ঢেকে দিক ঘর
কিছু মৌনতা ধরা থাক...

লিখে যাক আয়ু স্তব্ধ মিছিলে,
লিখে যাক আয়ু অভিমান-
বন্দী থাকুক অক্ষর জুড়ে
অমরত্ত্বের অভিযান...

লেখ আয়ু, শব্দহীনতায় লিখে রাখো,ইতিহাস যা বলার নয়...
আজও, কিছু লেখা শব্দহীন হয়, শুধু তোমার আমার জন্য নয়...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...