মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

বধির আঁধারে লেখা থাক -- দেবদত্ত মুখোপাধ্যায়

সময়ের স্রোতে নীল স্বপ্ন ভেসে যায়...
স্বপ্ন লিখি পাখির ধূসর ডানায় অনন্ত উড়ানে
ভেসে চলি বাঁচার আশ্বাসে নির্লিপ্ত একা
দীর্ঘতর স্মৃতির প্রবাহে ভেসে ওঠে কষ্টের দাগ
গাঢ় নির্নিমেষ চাঁদ..রাত্রিঘাতে কেঁপে ওঠে চন্দ্রব্যাথা
নিরাবয়ব আকাশ,তবু স্পর্শকাতর জ্যোৎস্নার ধারাপাতে লাস্যময়ী রাত্রির শৃঙ্গার....
পরিশেষে হৃদয় নির্বেদ
...বধির আঁধারে লেখা থাকে নির্লিপ্ত স্তব
স্তব্ধ সময়......নেমে আসে ঘুমের গভীরে--...
রেখে যায় শুধু ঝরাপাতার মৃত্যুকথা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...