তাহলে দুজনের দেখা হল-
ফিরে আসতে আসতে এই কথা মনে ভেবে
দূরে সরে এলাম আমরা
দূরে সরে এলাম আমরা
দু-দশ বছরের পুরানো ভাষা-সুর..
কাছেপিঠে..হাওয়ায় ভেসে উঠছে।
কাছেপিঠে..হাওয়ায় ভেসে উঠছে।
"আমাদের ব্যর্থতাই উপজীব্য"
শেষবার কথা বলে.... এইটুকু লিখে গেছিলে বোধহয়
শেষবার কথা বলে.... এইটুকু লিখে গেছিলে বোধহয়
ষোলোর বসন্ত কাটিয়ে আজ স্মৃতির দ্বারস্থ হতে
স্তব্ধতা... শুধু স্তব্ধতার কথা মনে পড়ছে ফের
Darun
উত্তরমুছুন