মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

স্তব্ধতা বিষয়ক -- সুপ্রতীম সিংহ রায়

তাহলে দুজনের দেখা হল-



ফিরে আসতে আসতে এই কথা মনে ভেবে
দূরে সরে এলাম আমরা


দু-দশ বছরের পুরানো ভাষা-সুর..
কাছেপিঠে..হাওয়ায় ভেসে উঠছে।

"আমাদের ব্যর্থতাই উপজীব্য"
শেষবার কথা বলে.... এইটুকু লিখে গেছিলে বোধহয়


ষোলোর বসন্ত কাটিয়ে আজ স্মৃতির দ্বারস্থ হতে
স্তব্ধতা... শুধু স্তব্ধতার কথা মনে পড়ছে ফের

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...