মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

বি টি রোডের কাছে -- মানস চক্রবর্তী

নিড্ল্ টা যতটা গভীরে
আরও বেশি শুশ্রুষা

ভালো হয়ে যাবে বলে ঝুঁকে
একান্তে উবে যাচ্ছে স্পিরিট
78/A কোথাও যায়না
ওটা কোন ঠিকানা র কে
কেন অস্পষ্ট হচ্ছে জলের তলা
চশমা গুনতে পারলনা কালভার্টের নিচু
বেঙ্গল কেমিক্যাল টপকে
শুধু হাওড়া হাওড়া

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...