মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০১৬

শব্দহীন শৌখিনতা -- রিক্তা চক্রবর্তী

চুপ করো 
- অসুখ মাখা চিঠি
নেমে যাওয়ার যন্ত্রণা
- আদরে ঘিরে রাখো আয়নার মর্মরে 
'
লেখো আয়ু লেখো বাস্তব
'
যে আঁধার আলোর অধিক 
- যে বালিতে ঝড়ের উত্থান 
সেই সব দৃশ্যপট সহ তোমার চোখের নীচে 
- উপমাশৃঙ্খলে আমার চরাচর জেগে ওঠে 
'
অন্তর্বর্তী সংকেতে এখন ঘূর্ণি'র প্রকোপ 
- নান্দনিক যন্ত্রণা এখন আয়ু রেখা ধরে 
'
লেখো আয়ু লেখো বিতর্ক 
- চুপ করো শব্দহীন হও 

1 টি মন্তব্য:

সম্পাদিকার ডেস্ক থেকে

উৎসবের আলোড়ন কিছুটা স্তিমিত , তবুও মনের অলিন্দে হৈমন্তী স্বপ্ন । বারো মাসের তেরো পার্বণ প্রায় শেষ মুখে , উৎসব তিথি এখন অন্তিম লগ্ন যাপনে ব...